চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মাদক ও ধুমপান বিরোধী ক্যাম্পেইনে কিশোরদের নিকট সিগারেট বিক্রি বন্ধের দাবি

প্রকাশ: ২০১৯-০৩-১১ ২৩:১৮:১৮ || আপডেট: ২০১৯-০৩-১১ ২৩:১৮:১৮

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি: রাউজানের তরুণ প্রজন্মকে আলোকিত পরিবেশ উপহার দেওয়ার প্রত্যয়ে ও মাদকাসক্তি, প্রকাশ্য ধূমপান নিষিদ্ধ এবং ১৮ বছরের নিচে কিশোরদের নিকট সিগারেট বিক্রি বন্ধের দাবিতে ফারাজ করিম চৌধুরীর আহবানে ধূমপান ও মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মাচ) সকাল ১০ টায় রাউজান উপজেলা পরিষদ চত্বরে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা ছাত্রলীগ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।

উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, রাউজান উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এম.এ মতিন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, আবু সালেক, মোরশেদ আলম, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন। উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর অর্থ সম্পাদক তারেক হাসান, শাহরিয়ার হাসান সাকিব, আবু বক্কর আরাফাত, সাহেদ হোসেন, আবু হানিফ টিপু, রাকিব চৌধুরী, মেহেদি হাসান আরমান, রাকিব জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, তাজনবী ইমন, নেওয়াজ চৌধুরী, মোহাম্মদ আরমান, রিফাতুল ইসলাম, শাহরিয়ার হুসেইন ইমন, মনির খান ইম্পো, সাজ্জাদ হোসেন, আরিফ আহমেদ, মাসুম চৌধুরী, রবিউল হোসেন মিরাজ, শহীদুল ইসলাম, আরফানুল ইসলাম আবির, আরমান উদ্দিন, ফরহানুল ইসলাম, ওসমান গণি, ফয়সাল আহমেদ, সানজিদুল ইসলাম, শাহরিয়ার আসিফ প্রমূখ।

ক্যাম্পেইনে মাদক, ধুমপান বিষয়ক সচেতনমূলক লিফলেট, ফুল ও চকলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *