চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৩-১২ ২২:৫২:৪২ || আপডেট: ২০১৯-০৩-১২ ২২:৫২:৪২

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় জোবাইদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে চালকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীসহ বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জোবাইদার সহপাঠীরা ফেস্টুন হাতে নিয়ে ঘাতক সিএনজি চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। জোবাইদার বাবা মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এতে পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন ও সাবেক সভাপতি আজিজুল হক বাবুল বক্তব্য দেন। এ সময় তারা ঘাতক চালকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জোবাইদাসহ তিনজন আহত হয়। ওই সময় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত জোবাইদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে মারা যায় জোবাইদা। সে স্থানীয় কৈখাইন গ্রামের নুরুলআলমের মেয়ে। জোবাইদার মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পরৈকোড়া বিদ্যালয় মাঠে জোবাইদার প্রথম জানাজা ও কৈখাইন নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, অটোরিকশাটি আটক করা হলেও এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *