চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

কাজেম আলী স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৩-১৫ ০০:১২:২১ || আপডেট: ২০১৯-০৩-১৫ ০০:১২:২১

নিউজ ডেস্ক : প্রায় ২৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে গতকাল (বুধবার) শুরু হলো কাজেম আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে বলেন, একজন সুশিক্ষিত মানুষ হতে হলে যেমন সুশিক্ষা প্রয়োজন তেমনি খেলাধুলায় অংশ নিয়ে নিরাপদ ও উন্নত জীবন রচনা করা আবশ্যক। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্যে অনেক পারদর্শী হয়ে উঠেছে।

এ ছাড়া সুস্বাস্থ্য ছাড়া নাগরিক দায়িত্ব পালনও কঠিন হয়ে পড়ে। তাই প্রতিটি শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া জরুরি। অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। আমরাও চেষ্টা করছি নিয়মিত খেলাধূলার আয়োজন করে মেধাবী প্রজন্ম তৈরি করতে।
কলেজ শাখার সমন্বয়ক প্রভাষক আকতার হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট এবং ফুটবলেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টও অংশ গ্রহণ করে পুরস্কার পেয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *