চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দি

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ০০:৩১:০৩ || আপডেট: ২০১৯-০৩-১৬ ০০:৩১:০৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম, সাবেক মেয়র নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুখতার আহমদ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা শহীদুল হক হোসাইনী, মাদ্রাসার গভনিং বডির সদস্য কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মাওলানা নুরুল কবির আল কাদেরী, কাজী মাওলানা সোলায়মান চৌধুরী, ফৌজুল কবির, বোরহান উদ্দিন শাহনুরী, এতিমখানার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শওকত, ছাত্র প্রতিনিধি মো. শওকত, ২য় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান মুহাদ্দিস মুফতি ওবায়দুল হক নঈমী, মুফতি আশরাফুজ্জামান আল কাদেরী, মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী।

সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম বিপ্লব। এতে বক্তারা বলেন, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা হচ্ছে সারা বাংলাদেশে দ্বীনি শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের বাতিঘর। এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম ওলামা ও দেশের শীর্ষ স্থানীয় সচিব সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এখানে শুধু দ্বীনি শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিকভাবে যুগোপযোগী আধুনিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক তৈরি করা হয়। এতে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, এ মাদ্রাসায় শিক্ষার গুনগত মান নিশ্চিত করার জন্য সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম বলেন, যুগ যুগ ধরে ওরশ পরিচালনা কমিটির মাধ্যমে এ প্রতিষ্ঠানের কাঙ্খিত উন্নয়ন সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি ওরশ পরিচালনা কমিটির মাধ্যমে যারা এ প্রতিষ্ঠানের অলিকুল শিরোমনি বার আউলিয়ার ছেরতাজ হযরত শাহচান্দ আউলিয়ার নেক নজর কামনায় বিভিন্নভাবে ওরশ শরীফে শরীক হচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের দেওয়া সহযোগিতার সবকিছু মাদ্রাসা সহ এ কমপ্লেক্সের উন্নয়নে ব্যয় করা হয়। তিনি এ কমিটির পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন এবং ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *