চট্টগ্রাম, , শনিবার, ১৮ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ২৩:১৪:১৭ || আপডেট: ২০১৯-০৩-১৬ ২৩:১৪:১৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বিকেলে সংস্থার মাঠে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মামুন-উর রশিদ।

সংস্থার সভাপতি ব্যাংকার আমির হোসেনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক হাবিবুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারী চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আলিম, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, পীরজাদা ফরিদুল আবছার শাহ আল আমিরী, পীরজাদা শামুন রশিদ শাহ আমিরী, পুরস্কৃত সমাজকর্মী শওকত আকবর, মো. আবু হেনা টিটু, মো. নুরুল আলম, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, অধ্যাপক রওশনগীর আমিরী, সমাজসেবক ইমরানুল আলম, অধ্যক্ষ শামসুল আলম প্রমুখ।

এতে প্রধান অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মামুন-উর রশিদ বলেন, উন্নত জাতি গঠনে মান সম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের দেশে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে প্রতিযোগিতাময় বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের গড়ে উঠার ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তিনি শিক্ষার পাশাপাশি অবসর সময়ে শিক্ষার্থীদেরকে খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *