চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকারের ভূমিকা অনস্বীকার্য : হুইপ সামশুল হক চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ২৩:০৯:৪৮ || আপডেট: ২০১৯-০৩-১৬ ২৩:০৯:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ্ (র:) দাখিল মাদ্রাসার ৩৬ তম সালানা জলসা ও হযরত নুরুদ্দিন শাহ্ (র:) এর বার্ষিক ওরশ শরীফ শুক্রবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সন্ধ্যায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন শাহ আরজু ফ্লাওয়ার মিলের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমরান, ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী, এন্তেজামিয়া কমিটির আহবায়ক মাহমুদুল হক, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, ইউনিয়ন আ’লীগ সম্পাদক কাজী মোরশেদ, উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট কাজী মুহাম্মদ আতিকুল্লাহ্, নুরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, সামশুল আলম, আবদুর রহিম চৌধুরী, এম.এ করিম চৌধুরী, আজমগীর টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, ইউপি সদস্যা পারভিন আকতার, পটিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক মো. ইদ্রিস চৌধুরী, সাবেক সমাজসেবা সম্পাদক মহসীন তালুকদার, সাবেক সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাদরাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখি পদক্ষেপ বাস্তবায়নে কাজ করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার বিষয়ে আন্তরিক। আজ দেশব্যাপী মাদ্রাসা শিক্ষা প্রসারে সকল সুযোগ-সুবিধার আওতায় এনেছে। অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *