চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

হেসে খেলেই জয় পাচ্ছে নৌকার প্রার্থী গালিব!

প্রকাশ: ২০১৯-০৩-১৬ ২৩:০২:০৭ || আপডেট: ২০১৯-০৩-১৬ ২৩:০২:০৭

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। ২৪ মার্চ বাঁশখালীতে নির্বাচন। এই কয়দিনের প্রচার প্রচারণায় বেশ এগিয়ে আছেন নৌকার প্রার্থী চৌধুরী মোহাম্মদ গালিব। অবস্থা দেখে মনে হয়, বাঁশখালীতে অনেকটাই হেসে খেলেই জয় পাচ্ছে নৌকার চেয়ারম্যান প্রার্থী গালিব। বিএনপিসহ অপরাপর দলগুলো উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় অনেকটাই আমেজহীন উপজেলা নির্বাচন। সব দল অংশ না নেয়ায় এই নির্বাচন নিয়ে জনগনের মাঝে তেমন আগ্রহ নেই। সর্বোচ্চ ২৫ থেকে ৩০ শতাংশ মানুষ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যারা ভোট দেবেন বা ভোট কেন্দ্রে যাবেন তাদের প্রায় ৯০ ভাগই আওয়ামীলীগ বা নৌকার সমর্থক। নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকে তারা ভোট দেবেন বলে মনে হয় না। নৌকা প্রতীকের বাইরে আরো ২ জন প্রার্থী মাঠে রয়েছে। বাস্তবে নৌকার জয় পাকাপোক্ত করতেই এই ২ প্রার্থী মাঠে রয়েছে বলে মনে করেন অনেকেই। কারণ, নৌকার বাইরের দুই প্রার্থীই আওয়ামীলীগের নেতা।

এর মধ্যে খোরশেদ আলম জেলা আওয়ামীলীগের গুরুত্বপুর্ণ পদধারী। মৌলভী নুর হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান। গতবার ভাইস চেয়ারম্যান পদে তিনি পরাজিত হন। এবার প্রার্থী হন চেয়ারম্যান পদে। বিএনপিসহ অপরাপর দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনটা একটু জমজমাট করতে সরকারী দল নির্বাচন অনেকটা উম্মুক্ত করে দেন। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বারণ না করে অনেকটাই প্রার্থী হতে উৎসাহিত করেন। সে হিসেবে তারা প্রার্থী হলেও চেয়ারম্যান পদে নৌকার বাইরে খুব বেশী ভোট পড়বে বলে মনে হয়না। তবে স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকা, সমর্থক ও আত্মীয় স্বজনের মাঝে বেশ প্রভাব ফেলতে পারে। তারা নৌকার বাইরে নিজস্ব প্রচারণার কিছু ভোট পেতে পারে। ভাইস চেয়ারম্যান পদেও সব প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত। ভাইস চেয়ারম্যানের ২ পদে এখনো মন্তব্য করা না গেলেও বাঁশখালীতে চেয়ারম্যান পদে সুলতান উল কবির পুত্র গালিব যে হেসে খেলেই জয় পাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। বাসাতেই বয়ে বেড়াচ্ছে তার জয় পাবার পুর্বাভাস। এক তরফা ভোটে নৌকাই যে জয় পাচ্ছে তা সহজেই অনুমেয়!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *