চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে স্বত্রন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহার ও এড. শাহীন

প্রকাশ: ২০১৯-০৩-১৯ ০০:৪২:৫১ || আপডেট: ২০১৯-০৩-১৯ ০০:৪২:৫১

রফিকুল আলম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র আনারস প্রতীক প্রার্থী উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব। তিনি ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতিক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রজপ্রতি প্রতিক জেবুন নাহার মুক্তা। তিনি পেয়েছেন ৩৭ হাজার ২শত ৮৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমীন আকতার কলস প্রতিক পেয়েছেন ৩২ হাজার ৫শত ৭৬ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বই প্রতীক এড্যাভোকেট ছালামতউল্লাহ চৌধুরী শাহীন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮শত ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি চৌধুরী পেয়েছেন চশমা প্রতিক ২১ হাজার ৬শত ২২ ভোট।

উপজেলা পরিষদ মিলানায়তনে ফলাফল ঘোষনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাচনী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। বিজয়ী হয়ে এইচ এম আবু তৈয়ব বলেন, ফটিকছড়ি জনগনের বিজয় হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকাবাসীর নিকট। সকলকে সাথে নিয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *