চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আল্লাহর ইশকে বিভোর প্রেমিক হচ্ছেন শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.) : পটিয়া শাহ্ মালেকীয়া দরবার শরীফের ওরশ মাহফিলে বক্তারা

প্রকাশ: ২০১৯-০৩-২১ ০০:৩২:৩৪ || আপডেট: ২০১৯-০৩-২১ ০০:৩২:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফে মুছলিহ্ আজম, গাউছে মুখ্তার আল্লামা শাহ্ আবদুল মালেক আল্-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমী (রহ.)’র ১৯ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে খতমে বোখারী, ঈদে মিলাদুন্নবী (দ.) ও যিকিরে বেলায়ত মাহফিল দরবার শরীফের সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকী আল জিলানী শাহ (ম.জি.আ)’র সভাপতিত্বে গত ১৯ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদায়ে গাউছে মুখ্তার শাহ্ অহিদুল আলম আল্-কুতুবী, শাহজাদায়ে গাউছে মুখ্তার শাহ্ আবদুল করিম আল-কুতুবী। উদ্বোধক ছিলেন ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ।

বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রধান ড. এস.এম. বোরহান উদ্দীন, অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আল-কাদেরী, আল্লামা কাযী হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা ইউনুচ তৈয়্যবি যুক্তিবাদী, মাওলানা মুজিবুর রহমান আল-মালেকী। উপস্থিত ছিলেন চট্টগ্রা ভেটেরিনারি এবং এনিমল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস.কে.এম আজিজুল ইসলাম, এস.এম শাহ নেওয়াজ আলী মির্জা, আলহাজ্ব শেরে হায়দার আলী, এস.এম নুরুল ইসলাম, মাওলানা ইয়াছিন আল মাদানী প্রমুখ। আল্লাহর অলীগণ পর্দান্তরিত হয়ে শুধুমাত্র মানব সমাজ থেকে অন্তরাল হয়ে থাকে। আল্লাহ প্রদত্ত শক্তিতে তাঁরা ক্ষমতাবান। তাদের ক্ষমতা যারা অনুধাবন করেন তারা ইহকাল ও পরকাল ধন্য হন।

তারা আল্লাহর প্রেমে মশগুল থাকেন। জাতীর দু:সময়ে কান্ডারী হয়ে কখনো জাহেরী কখনো বাতেনী ভাবে ভূমিকা রাখেন। মহান আল্লাহর বিভোর প্রেমিক হচ্ছেন গাউছে মুখ্তার হযরত শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)। তাঁর আধ্যাত্মিকতার ছোয়ায় অনেক পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *