চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার বাহুলীতে নৌকার কার্যালয় উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৩-২২ ০০:১৪:০৩ || আপডেট: ২০১৯-০৩-২২ ০০:১৪:০৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বাহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই এ উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্রের কার্যালয় গতকাল শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নির্বাচন সমন্বয়কারী টি.কে গ্রুপের পরিচালক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল এবং আর্মি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগ মনোনীত পটিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা: তিমির বরণ চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দীন, মিজানুর রহমান, আ’লীগ নেতা কাজি দিদার, এজাহার মিয়া, আবুল বশর, সুনিল মিত্র, শিল্পী মিত্র, জসিম উদ্দিন, লেদু মিয়া, আবছার হোসেন, নাজিম উদ্দিন নাজু, মো. মোতাহের, নুরুল আবছার, আবুল হাশেম, আমিন, কাজি আনসার, কাজি আরমান আবিদ, আরমান, মোহির রহমান জুনু, জামাল উদ্দিন, আলম, তাবিল, আরশাদ, কাজি জসিম উদ্দিন, রূপন মিত্র, মাহবু, বাদশা মিয়া, মহিলা নেত্রী হোসনে আরা বেগম, বুলবুল আকতার প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে আ’লীগ জেলা সহ-সভাপতি ও নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। পটিয়ার এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী এ মনোনয়নে যতেষ্ট সহযোগিতা করেছেন। তাই তাদের সম্মান রক্ষা তথা পটিয়ার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় ২৪ মার্চ সারাদিন নৌকা ও উড়োজাহাজ মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা. তিমির বরণ চৌধুরী বলেন, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে আমাকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়েছে।

আমি উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাননীয় হুইপের কর্মকান্ডকে আরো গতিশীল করার আহবান জানাচ্ছি। সভাপতির বক্তব্যে আলহাজ্ব খোরশেদুল আলম বলেন, পটিয়া সারাদেশে এখন উন্নয়নের রোল মডেল। যাকে আরো এগিয়ে নিতে নৌকার কোনো বিকল্প নেই। তিনি সকলকে ২৪ মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে পটিয়ার উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *