চট্টগ্রাম, , রোববার, ৫ মে ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

রাত পোহালে নির্বাচন : কে হচ্ছেন চন্দনাইশ উপজেলা পরিষদের কান্ডারী?

প্রকাশ: ২০১৯-০৩-২৩ ১৮:৫৬:৫৩ || আপডেট: ২০১৯-০৩-২৩ ১৮:৫৯:৩১

এসএম রাশেদ,চন্দনাইশ: 

রাত পোহালে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ২৪ মার্চ চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচন। এবার চন্দনাইশে চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্ধন্দিতা করছেন। বিকালের পর থেকে বিভিন্ন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটে বক্স, প্রয়োজনীয় সরঞ্জাম ও পুলিশ,আনসারসহ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা পৌঁছে গেছে। তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টেকিং ফোর্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট কেন্দ্র বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন।  প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এদিকে প্রতিক বরাদ্দের পর থেকে প্রার্থীরা জয়ের আশা নিয়ে দলীয় নেতাকর্মী,সমর্থদের সাথে নিয়ে অভিরাম ছুটে চলছিলেন চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক গ্রাম-থেকে অন্য গ্রামে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,শুধু লক্ষ্য ছিল ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করা এবং কৌশল বিনিময়, নানা উন্নয়ন ও বিভিন্ন প্রত্যাশা দিয়ে ভোটারদের মন অর্জন করা। প্রচারণা দিনগুলোও ছিল প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দের। সন্ধ্যা হলে হাটবাজার-চায়ের দোকানে ও বিভিন্ন পাড়া,মহল­ায় আড্ডার কেন্দ্র বিন্দু ছিল কোন প্রার্থী কেমন, কাকে ভোট দিলে কেমন হবে, কে চন্দনাইশের উন্নয়ন করবে, কে হবেন আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদের কান্ডারীগণ। তবে তার জন্য ভোটারদের অপেক্ষা করতে হবে ২৪ মার্চ সন্ধ্যা পর্যন্ত।

এবার চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন এককালে তুখোড় ছাত্রনেতা আ’লীগ সমর্থিত একেএম নাজিম উদ্দীন (নৌকা), আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ২বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী (মোমবাতি), আ’লীগ সমর্থিত মো: মঈনুদ্দীন বাপ্পী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (বিএনপি থেকে বহিস্কৃত) শাহনাজ বেগম (হাঁস), আ’লীগ সমর্থিত খালেদা আক্তার চৌধুরী (পদ্মফুল) এড. কামেলা খানম (প্রজাপতি) ও সঞ্চিতা বড়–য়া (কলস)।  চন্দনাইশে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৬৩ হাজার ২’শ ৫জন তৎমধ্য পুরুষ ৮৫ হাজার ২৩জন, মহিলা- ৭৮ হাজার ১’শ ৮২ ভোট। মোট ভোট কেন্দ্র ৬৮,বুথের সংখ্যা ৩৫৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *