চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান ও সেনাক্যাম্প বৃদ্ধির দাবী

প্রকাশ: ২০১৯-০৩-২৭ ২৩:৫৩:১৫ || আপডেট: ২০১৯-০৩-২৭ ২৩:৫৩:১৫

মীর সোলায়মান, রাঙামাটি : পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান ও সেনাক্যাম্প বৃদ্ধির দাবী জানিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নামে দুটি আঞ্চলিক সংগঠন। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে সন্ত্রাসীদের হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার সকালে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এ দাবী জানান। রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা কাঠ ব্যবসায়ী সমিতির মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলার আহবায়ক নাজিম আল হাসান, কেন্দ্রীয় পার্বত্য অধিকার ফোরামের সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, অধিকার ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, রাঙামাটি কলেজ শাখার সভাপতি মুমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি বিল্লাহ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প তুলে নেয়ায় এ অঞ্চলে উপজাতীয় সন্ত্রাসীদের অপতৎপরতা সীমাহীনভাবে বেড়েছে। তারা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হিসেবে অবৈধ অস্ত্রব্যবহার করে মানুষ মারছে এবং নির্বিচারে চাঁদাবাজি করছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনী অভিযান না চালালে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। নেতৃবৃন্দ সরকার দলীয় খাগড়াছড়ি মহিলা সংসদ বাসন্তি চাকমা সম্প্রতি সংসদে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগও দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *