চট্টগ্রাম, , সোমবার, ৬ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাথে নিয়ে হুইপের শ্রদ্ধা

প্রকাশ: ২০১৯-০৩-২৮ ০০:১৬:১২ || আপডেট: ২০১৯-০৩-২৮ ০০:১৬:১২

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মহান স্বাধীনতা দিবসে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমিরণ বরণ চৌধুরী ও মাজেদা বেগম শিরু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদকে সাথে নিয়ে পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি স্মৃতি প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ও তার অসম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন। বিভিন্ন সময়ে বিদেশীরা বিভিন্নভাবে বাংলাদেশকে শোষন করেছে। এ শোষনের যাতাকল থেকে স্বাধীন সৃষ্টি করতে গিয়ে বঙ্গবন্ধুকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

কিন্তু স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে ৭৫’র ১৫ আগস্ট নির্মমভাবে শহীদ করেছে। এর পরে এদেশের রাষ্ট্র ÿমতা তারাই নিয়ন্ত্রণ করেছে। ফলে এদেশ উন্নয়ন বঞ্চিত হয়। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের গণ রায় নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে অধিষ্টিত হয়েছে। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি। এ স্মরণীয় দিবসেই জাতি ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে। তিনি দেশের চলমান উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, পৌর আ’লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, আজিমুল হক, শহীদুল আলী মঞ্জু, আবু সালেহ চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, আ’লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক খলিল আহমদ, মিজানুর রহমান, নুর আলম সিদ্দিকী, এড. বেলাল উদ্দিন, এম.এ রহিম, রফিকুল আলম, আবু তৈয়ব, বদিউল আলম তুষার, আলমগীর আলম, কোরবান আলী, মোহাম্মদ সোহেল, নাজমুল সাকের সিদ্দিকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *