চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটির সাজেকে জীপ উল্টে এক শ্রমিক নিহত, গুরুতর আহত ৫

প্রকাশ: ২০১৯-০৩-২৯ ০১:০৭:৩৬ || আপডেট: ২০১৯-০৩-২৯ ০১:০৭:৩৬

মীর সোলায়মান, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেকে জীপ গাড়ি উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫জন। নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি (৪৫),। সে নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, উজ্জল মিয়া(১৬), জহির(১৭), হুমায়ুন(১৭), রিয়ান(২৬) ও মোঃ আলী(২৩)। সাজেক থানার এসআই কামরুজ্জামান জানান, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাঁদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫জন শ্রমিক দুটি জীপ গাড়ীতে করে মাচালং যাচ্ছিল তার মধ্যে একটি জীপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা বিশজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। আহত হন অন্তত ৫জন।

তাদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ জানায়, ময়না তদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। # ছবির ক্যাপশন : রাঙামাটির সাজেকে জীপ উল্টে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *