চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার বিকল্প নেই :পরিদর্শক জাহেদুল হক

প্রকাশ: ২০১৯-০৪-০২ ২৩:১২:০৫ || আপডেট: ২০১৯-০৪-০২ ২৩:১২:০৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক বলেছেন, শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৈরি হতে হবে। নতুন প্রজন্মকে বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নেই। শনিবার (৩০ মার্চ) পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক বিধান চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হামিদ হোসাইন, গভর্নিং বডির সদস্য সাংবাদিক মোঃ আইয়ুব আলী, দাতা সদস্য মোঃ আবুল হাছান খোকন, অভিভাবক সদস্য নজরুল ইসলাম সালমান, আলহাজ্ব আবু ছালে পারভেজ, অধ্যাপক আবু মোহাং ইউছুপ চৌধুরী, অধ্যাপক এজেডএম আহসান উল্লাহ, অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকী, অধ্যাপক ফারজানা করিম, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া। সভাপতির বক্তব্যে মফজল আহমদ চৌধুরী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্র-ছাত্রীদের এই কলেজে ডিগ্রিতে ভর্তি হবার আহবান জানান। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *