চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি মৎস্য অফিস চালাচ্ছেন মাঠ কর্মীরা !

প্রকাশ: ২০১৯-০৪-০৪ ২২:৫৮:১৭ || আপডেট: ২০১৯-০৪-০৪ ২২:৫৮:১৭

 রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা সহ ৪ টি পদ শূন্য পড়ে রয়েছে। অফিস চালাচ্ছে মাঠ কর্মীরা! জানা যায়,উপজেলা পরিষদের মৎস্য কর্মকর্তা ২০১৮ সালের ৮ জানুয়ারী বদলী হয়ে চলে যাবার পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২ জন কর্মকর্তা ৮ মাস দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আর কোন কর্মকর্তা যোগদান না করায় কর্মকর্তার পদটি শূন্য পড়ে রয়েছে।

তাছাড়া সহকারী কর্মকর্তা,সম্প্রসারন কর্মকর্তা ও নেই। উক্ত অফিসের ৬ টি পদের মধ্যে মাত্র ২ জন মাঠ পর্যায়ের তদারকি কর্মচারী রয়েছে। তাদের কাজ হলো এলাকায়। অফিসের পদ শূন্য থাকায় ২ জন বর্তমানে অফিসে রয়েছে। ফলে দেশের বর্সবৃহত এ উপজেলার মৎস্য খামারী ও হাজারো পুকুরের মালিক পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *