চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

মননশীল চিন্তাধারা তৈরীতে বির্তকের বিকল্প নেই : মংসুইপ্র“ চৌধুরী অপু

প্রকাশ: ২০১৯-০৪-০৬ ২৩:২০:৩৪ || আপডেট: ২০১৯-০৪-০৬ ২৩:২০:৩৪

 শংকর চৌধুরী,খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু বলেছেন, যুক্তি সংগত বির্তক মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে। শিক্ষার্থীদের মাঝে সৃজন ও মননশীল চিন্তা ধারা তৈরীতে বির্তকের বিকল্প নেই। তায় শিক্ষার্থীদের মাঝে যুক্তি ও বিজ্ঞানসম্মত চিন্তা ধারণা গড়ে তুলতে চলতি বছর থেকে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বির্তক প্রতিযোগীতা চালু করা হবে। শনিবার দুপুরে জেলা সদরের কুমিল্লাটিলা আইডিয়াল স্কুল হলরুমে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান বির্তক উৎসবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “বির্তক মানেই যুক্তি, বিজ্ঞানই মুক্তি” স্লোগানে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এ বির্তক উৎসবের আয়োজন করা হয়।

জেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিজ্ঞান বির্তক উৎসবে এপিবিএন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী। বক্তব্য রাখেন, কালের কণ্ঠ’র প্রতিনিধি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আবু দাউদ, মাটিরাঙার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *