চট্টগ্রাম, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

শাহ আমানতে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ২০০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৫:৫২:২২ || আপডেট: ২০১৯-০৪-০৮ ১৫:৫২:২২

বীর কন্ঠ ডেস্ক :

 

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১২৮) এর টয়লেট পরিস্কার করার সময় ক্লিনাররা টয়লেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তল্লাশি করে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ পায়।

এ ঘটনায় বিমানের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।খবর- ব্রেকিংনিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *