চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মিরসরাই পৌরবাজার নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৪-১৫ ০০:৫৮:১১ || আপডেট: ২০১৯-০৪-১৫ ০০:৫৮:১১

 মিরসরাই প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার পর অনুষ্ঠিত হল মিরসরাই পরিচালনা কমিটির নির্বাচন-২০১৯। একটি সুষ্ঠ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত একটনা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী সহ-সভাপতি পদে নুরুল গণি তুহিন (আনারস) মার্কায়-২২৫ ভোটে বিজয়ী হয়। নিকটতম প্রতিদন্ধি মো. আতাউল করিব (চেয়ার) মার্কায় ২০২ ভোট। সাধারণ সম্পাদক পদে মেজবাউল আলম (মাছ) মার্কায় ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি অভি রায় (হারিকেন) মার্কায় ১৫৫ ভোট পেয়েছেন। যুগ্ন সম্পাদক পদে মেজবাহ উদ্দিন (মই) মার্কায় ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি মো. সোলেমান (প্রাইভেটকার) মার্কায় ২২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জেকি (তালাচাবি) মার্কায় ২৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি নেপাল চন্দ্র দাশ ( হরিণ) মার্কায় ২২৩ ভোট পেয়েছেন। প্রচার সম্পাক পদে মো. নুর উদ্দিন (মাইক) মার্কায় ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি মো. আলা উদ্দিন (দোয়াত কলম) মার্কায় ২৩৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে প্রনব সিংহ (সিংহ) মার্কায় ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি উৎপল চন্দ্র দাশ (মোরগ) মার্কায় ১৯৭ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম (ফুটবল) মার্কায় ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি রুপন কুমার নাথ (ঘুড়ি) মার্কায় ২২২ ভোট পেয়েছেন। ধর্মীয় সম্পাদক মো. মাহফুজুল আলম (হাতপাখা) মার্কায় ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্ধি মো. হাফিজুর রহমান (গোলাপফুল) মার্কায় ২০৯ ভোট পেয়েছেন। সদস্য পদে মো. আলমগীর হোসেন (উড়োজাহাজ) ৩৪৫ ভোট, মো. জাহাঙ্গীর আলম (আম) ৩৪৫ ভোট, মো. ইউসুফ (কলস) ৩০৬ ভোট ও আ ন ম জাবেদুল ইসলাম (টিয়াপাখি) ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মিহির কান্তি নন্দী। শনিবার (১৩ এপ্রিল) মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত তিনটি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭’শ ৪৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। মিরসরাই পৌর বাজার নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, সকাল থেকে কোন রকম গোলযোগ ছাড়াই সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকলের ধৈর্য্য ও সার্বিক সহযোগিতায় একটি সফল নির্বাচনের সমাপ্তি ঘটেছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। ফলাফল ঘোষণা হওয়ার পর পরই বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা উচ্ছ¡াস প্রকাশ করে আনন্দ মিছিল করে এবং মিষ্টি বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *