চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শোভনদন্ডীর রশিদাবাদে আলহাজ্ব মোসলেম মিয়া জামে মসজিদ উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:১৮:৩৫ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:১৮:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে আলহাজ্ব মোসলেম মিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিরজুরি রযবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আহমদ হোসেন আলকাদেরী। আরফা-করিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আহমদ শফির সভাপতিত্বে ও মসজিদের খতিব বেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মফজল আহমেদ চৌধুরী, মসজিদের প্রতিষ্ঠাতা মফিজুর রহমান, আবদুল মোতালেব চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, মসজিদের মতোয়াল্লী ইকবালুর ররহমান, আলমগীর খালেদ, মিজানুর রহমান, মোরশেদুল শফী, মোজাম্মেল হক, এস.এম হারুনুর রশিদ, মাহবুবুল কবির মেম্বার, আব্দুল মোমেন, টিটু চৌধুরী প্রমুখ।

এতে প্রধান অতিথি হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, মসজিদ আল্লাহর ঘর। এ মসজিদে এবাদতের জন্য সবার আগে পবিত্রতা অপরিহার্য। তিনি মসজিদে সব ধরণের রাজনৈতিক ও প্রতিহিংসা মূলক আলাপন থেকে বিরত থাকতে হবে। তিনি ইসলামকে শান্তির ধর্ম হিসেবে অভিহিত করে বলেন, ইসলামে সবার উপরে শান্তি শৃঙ্খলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিছু বিপদগামী ব্যক্তি জঙ্গিবাদের নামে যে ইসলামের অপপ্রচার করার চেষ্ঠা করেছিল তা কখনো ইসলামে সমর্থনের সুযোগ ছিল না এবং নেই। তিনি বাংলাদেশে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদকে শক্ত হাতে দমন ও নিয়ন্ত্রণের কথা তুলে ধরে বলেন, এ বাংলাদেশে কখনো জঙ্গিবাদের ঠাই হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *