চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিআরবে লোহাগাড়া প্রবাসী সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৪-২০ ০০:০২:৩৯ || আপডেট: ২০১৯-০৪-২০ ০০:০২:৩৯

খলিল চৌধুরী, সৌদিআরব : “প্রবাসীদের কল্যাণে আমরা” এ শ্লোগান বুকে নিয়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঠিয়ে থাকা জাতির সূর্য সন্তান-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রিয় প্রবাসী ভাইদের সম্মিলিত উদ্যোগে ২০১৮-সালের নভেম্বর মাসে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব আহবায়ক কমিটির ষষ্ঠ মাসিক কার্যনির্বাহী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত ১৮-এপ্রিল বৃহস্পতিবার রাতে মক্কা নগরীর পবিত্র হেরামের পাশে মিসফালাহ ইব্রাহিম খলিল রোড়স্থ হোটেলে এনদোলুশি হল রুমে অনুষ্ঠিত শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, সংগঠনের সদস্য মাওলানা হাবিবুর রহমান। এ কার্যনির্বাহী ও সাধারণ সভা লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে- যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী সঞ্চলনায় সাম্প্রতিক দেশজুড়ে আলোচিত ফেনীর মেধাবী মাদ্রাসা ছাত্রী অগ্নিদাহে নিহত নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদ জানিয়ে, রাজধানী ঢাকায় কয়েকটি জায়গায় অগ্নিকান্ডে নিহত ও মদিনায় চুনতি ইউনিয়নের সাতঘরের প্রবাসী তরুণ মুহাম্মদ ইরফানের অকাল মৃত্যুতে গভীর শোক-প্রস্তাব করে, সমিতিকে এগিয়ে নেয়ার লক্ষে সকল সদস্যদের সহযোগিতা চেয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।

এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ব্যবসায়ী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকার জাহেদুল ইসলাম কাইছার, হোটেল এনদুলোশি পরিচালক মুহাম্মদ আজিম, ব্যবসায়ী হাজ্বী আবদুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ লোকমান হাকিম, যুগ্ম-আহবায়ক শেখ আবদুল আজিজ, যুগ্ম-আহবায়ক মোঃ- জানে আলম, যুগ্ম-আহবায়ক মোঃ-নুরুল আমিন ও আহবায়ক কমিটির সদস্য ফয়েজ আহমদ চৌধুরী, সদস্য মুহাম্মদ ওবায়দুল্লাহ, সদস্য রাশেদুল আমিন চৌধুরী ও নাছির উদ্দিন। এ সংগঠনের আহবায়ক কমিটির কার্যনির্বাহী ও সাধারণ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মোঃ-কামাল উদ্দিন, আসাদ সিকদার, ফরহাদ হোসেন রেজা, কাইছার হামিদ, মোঃ-শহিদুল ইসলাম, মুহাম্মদ সেলিম, মোঃ-শওকত আলী, আবদুর রহিম, সামশুল আলম, মোঃ-জামাল উদ্দিন, মুহাম্মদ রফিক, নাজিম উদ্দিন নাবিল, মিনহাজুল ইসলাম, আবদুল লতিফ, মোহাম্মদ আনোয়ার, মোঃ-জিহাদ উল্লাহ, নুরুল আলম, নাছির উদ্দিন, দিদারুল আলম সিকদার, মোহাম্মদ কামাল, মোঃ- জমির উদ্দিন ও মাসুদ রানা প্রমুখ। সভায় অতিথি, সংগঠনের আহবায়ক কমিটি ও উপস্থিত সদস্য’রা আলোচনায় অংশ নিতে গিয়ে বক্তরা, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সংগঠন-কে প্রবাসীদের কাছে জনপ্রিয় করতে দায়িত্বশীলদের আরো উদ্যোগী, দায়িত্ববান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নতুন নতুন সদস্য অন্তভুক্ত করার জন্য কাজ করতে হবে ও সৌদিআরবের বিভিন্ন জায়গায় থাকা লোহাগাড়া প্রবাসী প্রিয় ভাইদের অত্র সংগঠন মুখি করার চেষ্টা করতে হবে। প্রবাসে অসুস্থসহ প্রবাসীদের সাধ্যমত খবর রাখার মত উপস্হিত সবাই প্রত্যাশা রাখেন। আলোচনা শেষে এ সময় দেশজুড়ে আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার অগ্নিদাহে নিহত মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা প্রতিবাদ ও জড়িত শিক্ষকসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সাম্প্রতিক রাজধানী ঢাকা কয়েকটি অগ্নিকান্ডে নিহত ও মদিনায় একটি বিডিং ছাদ ভেঙ্গে নিহত চুনতি ইউনিয়নের সাতঘর মেম্বার পাড়া নিবাসী-মক্কা প্রবাসী আবুল কাশেমের পুত্র প্রবাসী তরুণ মোহাম্মাদ ইরফানের মৃত্যুতে গভীর শোক-প্রকাশ করে-নিহতদের স্মরণে ও প্রবাসীদের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন, সংগঠনের সদস্য হাফেজ মুহাম্মদ এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *