চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্বপ্নতরী-৭১ এর পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২০১৯-০৪-২৫ ২৩:০৯:৪০ || আপডেট: ২০১৯-০৪-২৫ ২৩:০৯:৪০

মিরসরাই প্রতিনিধি : ‘এসো অবদান রাখি, এসো শপথ করি পরিচ্ছন্ন দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করান সংগঠনের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ওমর গণি রাশেদ। সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক সাকিবের পরিচালনায় একদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের সদস্যরা ঝাড়–, পলিব্যাগ নিয়ে মিরসরাই উপজেলা পরিষদ, কোর্ট রোড় ও মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে।

এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সশরীরে ঝাড়– নিয়ে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, মিরসরাই পৌর বাজার কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন সহ স্বপ্নতরী-৭১ এর সকল সদস্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এই ধরণের কার্যক্রম সত্যি প্রশংসনীয়। শুধু স্বপ্নতরী-৭১ নয় মিরসরাই উপজেলার সকল সামাজিক সংগঠন ও সর্বস্তরে জনগনকে নিজের আবাস্থল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসতে হবে। এটি একটি নাগরিক দায়িত্ব। এভাবে আমরা সকলে এগিয়ে আসলে দেশ আরও সমৃদ্ধ হবে।

সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। আমরা যদি রাস্তায় ঝাড়– হাতে নিয়ে কাজ করতে পারি তাহলে অন্যরা এসব কাজে উৎসাহিত হবে। শুধুমাত্র ময়লা আবর্জনা পরিষ্কার করা নয়, আমরা সমাজসেবামূলক কার্যক্রমে চালিয়ে যাচ্ছে স্বপ্নতরী-৭১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *