চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সৃজন সংঘের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন

প্রকাশ: ২০১৯-০৫-০১ ১৯:২৩:৪৭ || আপডেট: ২০১৯-০৫-০১ ১৯:২৩:৪৭

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে সৃজন সংঘের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী পৃথক কর্মসূচীর আয়োজন করা হয়। কমরআলী মডেল মেডিকেল হলের সত্বাধিকারী হারাধন চক্রবর্তীর সহযোগিতায় কমরআলী ইউনিয়ন হাই স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়৷ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ২ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, ক্যাম্পেইনের উদ্বোধন করেন কমরআলী ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলের মিরসরাই ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স স্টেশান ইনচার্জ রবিউল আজম, কমরআলী ইউনিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক নাজমুল আবেদীন, কমরআলী মডেল মেডিকেল হলের সত্বাধিকারী হারাধন চক্রবর্তী, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন, মিহা ফ্যাশনের সত্বাধিকারী মোবারক হোসেন রাসেল, ম্যাক্স শপিং মলের সত্বাধিকারী নাজিম উদ্দীন, দলিল লেখক সরোয়ার পারভেজ রাসেল প্রমুখ। সৃজন সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম.এ, হাসনাত জানান, সৃজন সংঘের শুরু লগ্ন থেকে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করে আসছে তারই ধারাবাহিকতায় ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন করা হয়। ভবিষ্যতেও নানা সমাজকল্যাণমূলক কর্মকান্ডের এই ধারা অব্যাহত রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *