চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর কাহারঘোনায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৫

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ০২:২২:৩৭ || আপডেট: ২০১৯-০৫-১৮ ০২:২২:৩৭

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত হয়েছে অন্তত ৫ জন। গতকাল (১৬ মে) বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সংঘটিত এ সন্ত্রাসী হামলার ঘটনায় আহতরা হলেন, মিনু আক্তার (২২), রুবি আক্তার (৩২), নুরুন্নাহার (৭০), সাজু আক্তার (২৩) ও সিরাজুল হক (৬৫)। আহতদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার কাহারঘোনা এলাকায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার নন্না মিয়া, হারুন ও জমির উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা সিরাজুল হকের বসতঘরে হামলা চালায়।

হামলায় সিরাজুল হক, সিরাজুল হকের পুত্রবধু মিনু আক্তার, রুবি আক্তার, সাজু আক্তার ও তার বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার আহত হয়। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত সিরাজুল হক জানান, জায়গা বিরোধের জের ধরে স্থানীয় নন্না মিয়া, হারুন ও জমির উদ্দীন তাদের ভাড়াটিয়া আরো সন্ত্রাসী নিয়ে আমার বসতঘরে স্বশস্ত্র হামলা চালায়। এ সময় তারা আমার প্রবাসী ছেলেদের স্ত্রী, আমার বড় ভাইয়ের স্ত্রী ও আমার ওপর শারীরিকভাবে বর্বর নির্যাতন চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *