চট্টগ্রাম, , সোমবার, ৬ মে ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চিত্রা হরিণটি বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ২২:৪৯:৪০ || আপডেট: ২০১৯-০৫-২৮ ২২:৪৯:৪০

মিজবাউল হক,  চকরিয়া:

উদ্ধার হওয়া চিত্রা হরিণ শাবকটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে সাফারী পার্কের ভেটেরিনারী সার্জন মো.মোস্তাফিজুর রহমানের কাছে চিত্রা হরিণের শাবকটি হস্তান্তর করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা।

সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, চিত্রা হরিণটির বয়স চার মাস। পাহাড়ি ঢলে হরিণের বাচ্চাটি নদীতে চলে এসেছে। স্থানীয় লোকজন উদ্ধারের পর থেকে কিছু খাচ্ছে না হরিণ শাবকটি। তার শরীরের ভিতরে আঘাত থাকতে পারে। এরপরও চিকিৎসা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য মাতারবাড়ীর কিছু লবণ ব্যবসায়ি নারায়ণগঞ্জে লবণ বিক্রয় করে ট্রলারে করে সোমবার সকালে ফেরার পথে নদীতে ভাসমান একটি হরিণের বাচ্চা দেখতে পায়। এসময় তারা হরিণটি উদ্ধার করে মাহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম ছমিউদ্দিনসহ চিত্রা হরিণটি সাফারি পার্কে হস্তান্তর করেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *