চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৮ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

হালদা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্প  পরিদর্শন করলেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার

প্রকাশ: ২০১৯-০৫-৩০ ১৬:২৪:৪৩ || আপডেট: ২০১৯-০৫-৩০ ১৬:২৪:৪৩

প্রদীপ শীল, রাউজান:

দক্ষিণ এশিয়ার এক মাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর  উভয় তীর সংরক্ষন প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। ৩০ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি হালদার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে আসেন।  এর আগে সত্তার ঘাট হালদা ব্রীজ সংলগ্ন এলাকায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও মৎস্য জীবিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী  কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সচিব বলেছেন হালদা রক্ষায় সরকার সব ধরনের ব্যাবস্থা গ্রহন করেছে। হালদা দুষণ প্রতিরোধে জড়িত ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পার কারণে এ বছর হালদায় প্রচুর পরিমান মা মাছ ডিম ছেড়েছে। গত ১২ বছর হালদা ডিম শুণ্য ছিল। হালদার অতিথি ঐতিহ্য ফিরে আনতে হবে। এসময় অতিরিক্ত সচিব রোকনোদৌলা, প্রকৌশলী স্বপন বড়ুয়া। সচিবকে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন মেজর আক্তার। অন্যান্যদের মধে্য বক্তব্য রাখেন হালদা বিশেষজ্ঞ  মঞ্জুরুল কিবিরিয়া, পানি উন্নয়ন বোডের প্রকৌশলী মীর মোশারফ হোসেন, হাটহাজারী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, স্থানীয় পৌর কাউন্সিল আলমগীর আলী, মৎস্য কামারী দীপংকর বড়ুয়া, ডিম সংগ্রকারী ফখরুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *