চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বন বিভাগের অভিযানে ট্রাক সহ দুই লক্ষাধিক টাকার বাঁশ জব্দ

প্রকাশ: ২০১৯-০৫-৩১ ০০:৫৬:৪৩ || আপডেট: ২০১৯-০৫-৩১ ০০:৫৬:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া বনরেঞ্জ বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলার শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বাঁশ সহ একটি ট্রাক আটক করেছে। জব্দকৃত বাশের আনুমানিক বাজার মুল্য দুই লক্ষাধিক টাকা। জব্দকৃত গাড়ি নং- চট্রমেট্রো ট -১১-০৪৭৭।

জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে সহকারী বন সংরক্ষক শওকত ইমরাণ আরাফাত ও পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যান্য বন ষ্টাফদের মধ্যে আমির খসরু, মীর কাসেম, নুরুল আলম, শাহজাহান, হেডম্যান মহি উদ্দিন মাহবুল আলম সহ দায়িত্বরতরা অভিযান চালিয়ে বাঁশ সহ এ ট্রাক জব্দ করতে সক্ষম হয়।

এব্যাপারে জানতে চাইলে পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও এ সংক্রান্তে বন আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *