চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৫-৩১ ০১:০১:২৪ || আপডেট: ২০১৯-০৫-৩১ ০১:০১:২৪

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ মে)  উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ কয়েকটি হলরুমে একযোগে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান,  সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,  ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা কাকলী, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ রাশেদ, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, খুরশিদ আলম আজাদ, ডা. নুরুল মোস্তফা,জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মিরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান, আওয়ামীলীগ নেতা মীর আলম মাসুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ওছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত উল্লাহ রিপন, মাস্টার রেজাউল করিম, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক  কামরুল হোসেন। প্রমুখ ব্যক্তিবর্গ।  ইফতার মাহফিলে প্রায় দুই হাজার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *