চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

উত্তর চট্টগ্রামের শষ্য ভান্ডারখ্যাত কাঞ্চননগর ইউনিয়নেরবাজেট ঘোষনা

প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:০৮:১৬ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:০৮:১৬

 রফিকুল আলম : উত্তর চট্টগ্রামের শষ্য ভান্ডারখ্যাত ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের ২০১৯ – ২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট পেশ করেন উক্ত ইউনিয়নের ধারাবাহিক ভাবে নির্বাচিত চেয়ারম্যান মো: রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। তিনি বাজেটে দেড় কোটি টাকার বিবরণ তুলে ধরেন। গত ৩০ মে পরিষদের হল রুমে বাজেট অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, পি আই ও মো: আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন। বাজেটে যোগাোযাগ ও শিক্ষা খাতে সবচেয়ে বেশী ব্যয় ধরা হয়েছে।কৃষি,সেচ,অার্থ সামাজিক অবকাঠামো,ক্রীড়া ও সংস্কৃতি,পানি সরবরাহ,পয়: নিস্কাষন ও বৈর্জ্য ব্যবস্থাপনা,মানব সম্পদ উন্নয়ন,স্বাস্থ্য,দারিদ্রহ্রাস করণ,মহিলা,যুব ও শিশু উন্নয়ন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহ নানা উন্নয়ন মূখী কর্মকান্ড বাজেটে স্থান পেয়েছে।

এসময় ইউপি সদস্য যথাক্রমে আবদুল মুনাফ,মো: হাসেম,আনোয়ার হোসেন,আলকাছ উদ্দিন,মজাহারুল ইসলাম,রফিকুজ্জামান,আবু তাহের,আবছার উদ্দিন,আবদুর রহিম,রিনা আকতার, রেনি দে, শোভা রানী দে ও সচিব রিপন বড়ুয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সর্বস্তরের এলাকাবাসী এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য বর্তমান চেয়ারম্যান ধারাবাহিক ভাবে যোগাযোগ ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *