চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

রাঙ্গুনিয়ায় মা ও দুই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার এক মাস পর বাবা গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:১১:৪০ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:১১:৪০

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় মা ও দুই মেয়ের বিষক্রিয়ায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনার এক মাস পর হত্যা মামলার এক নম্বর আসামী দুই মেয়ের বাবা মো. নুরুন্নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে। বৃহষ্পতিবার (৩০ মে) রাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ মে) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ” রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ আদালতে দায়ের করা মামলায় বাদী নির্যাতন মারধর ও হত্যার অভিযোগ আনেন। ঘটনার বিষয় তদন্ত চলছে ।

ময়না তদন্তের প্রতিবেদনও আমরা এখনো পায়নি। ময়না তদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।” ২৯ এপ্রিল সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটার শশুড় বাড়িতে গৃহবধু ডেজি আকতার ও তার দুই শিশু কন্যা ইভা আকতার (৬) ও ইসরাত নূর (১০ মাস) বিষক্রিয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান । ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী নুরুন্নবী পলাতক ছিল। ঘটনার এক সপ্তাহ পর নিহত গৃহবধূর মেঝ ভাই সাইফুল আলম নির্যাতন ও হত্যার অভিযোগ এনে চারজনকে আসামী করে চট্টগ্রাম আদালতে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *