চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

অতিরিক্ত ভাড়া আদায়, অটোরিক্সা চালককে জরিমানা

প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৫৭:৩৯ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৫৭:৩৯

 রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ জুন) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার(ভূমি) পূর্বিতা চাকমা ভ্রাম্যমান আদালতে মো. সৈয়দ নামে এক অটোরিক্সা চালককে এক হাজার টাকা জরিমানা করেন।

আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ। নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন, “ পবিত্র ঈদ যাত্রা নির্বিঘœ করতে প্রশাসন তৎপর রয়েছে। সড়কে যানজট ঠেকাতে ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সড়কে বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *