চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ঈদের তৃতীয় দিনেও বৃষ্টি উপেক্ষা পর্যটকদের পদভারে মুখরিত কক্সবাজার

প্রকাশ: ২০১৯-০৬-০৭ ২২:২৪:২৪ || আপডেট: ২০১৯-০৬-০৭ ২২:২৪:২৪

কক্সবাজার:

কক্সবাজার সমুদ্র সৈকত এখন লাখো পর্যটকদের পদভারে মুখরিত। ঈদুল ফিতরের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছে লাখো পর্যটক। সাগরের নীল জলরাশিতে উচ্ছাসে মেতেছে আগত পর্যটকরা। ঈদের তৃতীয় দিনেও বৃষ্টি উপেক্ষা উপেক্ষা করে উচ্ছাসে রয়েছে আগত পর্যটকরা।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেছেন, এবারের ঈদের ছুটিতে আড়াই লাখ পর্যটক হয়েছে। কোথাও তিল ধারনের ঠাঁই নেই।

তারকা হোটেল সি গালের ফ্রন্ট অফিস ম্যানেজার এপিএম নূর এ আলম বলেন, হোটেলে শতভাগ পর্যটক অবস্থান করছে। ঈদের আগে পরে ১ সপ্তাহ পর্যটকরা কক্সবাজার অবস্থান করবেন। এমনটিই প্রত্যাশা তার।এদিকে ঈদের তৃতীয় দিনেও ছুটি কাটাতে আসা প্রচুর পর্যটক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ভিড় করছেন। থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ৭ জুন দুপুর থেকে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও ইনানীর পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুণীল জলরাশিতে অবিরত ঢেউ এর মাঝে বাধভাঙ্গা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা।  তাদের উল্লাসে যেন মুখরিত বিশ্বের দ্বীর্ঘতম সমুদ্র সৈকত।

ঢাকা থেকে আগত ব্যাংক কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এবারের ঈদে পরিবার পরিজন নিয়ে কক্সবজারে ঘুরতে এসেছেন। সৈকতের সার্বিক ব্যবস্থাপনা খুবই চমৎকার বলে জানান তিনি।কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, পর্যটকদের হয়রানি রোধে ও নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যুরিস্ট এসপি জিল্লুর রহমান জানান, ঈদের ছুটিতে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *