চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৬-১০ ১৩:৪১:২৮ || আপডেট: ২০১৯-০৬-১০ ১৩:৪১:২৮

টেকনাফে নাফনদী সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। সোমবার (১০জুন) ভোর রাতে উপজেলার হ্নীলা জাদিমুরা নাফনদী সীমান্তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থাল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ইয়াবা পাচারকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল ফায়সাল হাসান খান জানান, বেশ কয়েকজন চোরাকারবারী মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকুলে প্রবেশের গোপন সংবাদ পেয়ে সোমবার ভোর রাতে হ্নীলা জাদীমুড়া নাফনদী সীমান্ত এলাকায় অভিযানে গেলে মাদক পাচারকারীদের সাথে গোলাগুলি সংঘটিত হয়। এতে এক মাদক এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সুজিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ একটি মৃতদেহ, ৫০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি লম্বা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে।

নিহত মাদক পাচারকারীর পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা সে রোহিঙ্গা। লাশটির ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *