চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় মরা মুরগী বিক্রির দায়ে ৫হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৬-১২ ২১:০৮:১৯ || আপডেট: ২০১৯-০৬-১২ ২১:০৮:১৯

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ কাঁচা বাজারে এক মুরগীর দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জানাযায়, আজ ১২ জুন আনু সওদাগরের মুরগীর দোকান থেকে ক্রেতা তৌহিদুল ইসলাম ৩টি মুরগী ক্রয় করে। সে গুলো জবাই করে পেকিং করে দিতে বললে দোকানদার ২টি মুরগীর সাথে ১টি মরা মুরগী ব্যাগে ডুকিয়ে দেয়। ক্রেতা বাড়িতে গিয়ে ব্যাগ খুলে একটি মুরগী শক্ত ও জবাই করার কোন চিহ্ন দেখতে না পেয়ে ফেরত নিয়ে আসে। প্রথমে দোকানদার বিষয়টি অশিকার করলেও পরে চাপের মুখে পড়ে মরা মুরগী ডুকিয়ে দেওয়ার কথা শিকার করে।

সাথে সাথে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ মুরগীর দোকানিকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি মাংশ ও ফলের দোকানদারদের সতর্ক করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *