চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় পল্লী চিকিৎসকের ওপর হামলা : বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৬-১৩ ২৩:৪৯:২৭ || আপডেট: ২০১৯-০৬-১৩ ২৩:৪৯:২৭

 আনোয়ারা প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জেরে পল্লী চিকিৎসক প্রদীপ দাশের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে সংখ্যালঘু পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিবরণে জানা যায়,গত ২৯ মে রাতে চিকিৎসা ফি ও ঔষধের টাকা চাওয়ায় পোনা সেলিমসহ কয়েকজন লোক পল্লী চিকিৎসক প্রদীপ দাশের ওপর হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে ওই চিকিৎসকের রক্তাক্ত জখম ও হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। কর্ণফুলী উপজেলার জুলধা পাইপের গোড়াস্থ ওই চিকিৎসকের নিজ চেম্বারে এ ঘটনা ঘটে। এ সময় ফার্মেসীর ক্যাশে থাকা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন ওই চিকিৎসক।

এ ঘটনায় গত ৩১ মে প্রদীপ দাশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অভিযোগ করলে আসামী পোনা সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলধার ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঈদের পরে সুষ্ঠু বিচার করে দেয়ার আশ্বাস দিয়ে আসামীকে থানা থেকে ছেড়ে নেন। ঈদের এক সপ্তাহ পার হলেও আজ নয় কাল বলে কালক্ষেপন করতে থাকেন। এদিকে পোনা সেলিম ও তার লোকজন পল্লী চিকিৎসক প্রদীপ দাশ ও তার ছেলেকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন প্রদীপ দাশ ও তার পরিবার। এর প্রতিকার চেয়ে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিতে চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কাছে সহযোগিতা চেয়েছেন পল্লী চিকিৎসক প্রদীপ দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *