চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বাইশারী ইউপির ২ কোটি ২৫ লক্ষ দশ হাজার টাকা বাজেট ঘোষণা

প্রকাশ: ২০১৯-০৬-১৩ ২৩:৩০:১৩ || আপডেট: ২০১৯-০৬-১৩ ২৩:৩০:১৩

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ নং বাইশারী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে পরিষদ সচিব মোঃ শাহজাহান উপস্থিত জনসাধারণ ও ইউপি সদস্যদের সামনে প্রকাশ্যে বাজেটের সকল বিষয়বস্তুু পাঠ করে শোনান। ২০১৯ ও ২০ ইং অর্থ বছরে সর্বমোট বাজেট ২ কোটি পঁচিশ লক্ষ দশ হাজার টাকা পেশ করা হয়। এতে রাজস্ব খাতে আয় দেখানা হয়েছে গৃহ টেক্স, ট্রেড লাইসেন্স, ইজারা, যানবাহন লাইসেন্স, প্রত্যয়ন/ওয়ারিশ সনদ, মামলা ফিস, ও বিবিধ আয় বাবদ ২৩ লক্ষ দশ হাজার।

উন্নয়ন আয় বাবদ দেখানো হয়েছে এলজিএসপি ৩, টিআর, কাবিখা /কাবিটা, ইজিপিপি, এডিপি, পিআইও ব্রীজসহ সর্বমোট বাজেট ২কোটি ২ লাখ টাকা। বাজেটে ব্যায় খাতে ধরা হয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ দশ হাজার টাকা। আয় ও ব্যয় সমান হওয়ায় উক্ত বাজেটে কোন ধরনের আগামী অর্থ বছরে ঘাটতি ও মওজুদ নেই। বাজেট ঘােষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মহিলা সদস্যা সাবেকুন্নাহার, সদস্য মো. নরুল আজিম (১), নুরুল আজিম (২), শাহাবুদ্দিন, আবুল হোসেন, আবদুর রহিম, থোয়াইছালা এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *