চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাটে রেল গেইটে ট্রাক ট্রেনের সংঘর্ষ

প্রকাশ: ২০১৯-০৬-১৩ ২৩:৩১:২৪ || আপডেট: ২০১৯-০৬-১৩ ২৩:৩১:২৪

মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে রেলগেটে বালু ভর্তি ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত ৮.১০ মিনিটে মালবাহী ট্রেনের সাথে দূর্ঘটনা হয়। দূর্ঘটনাকে কেন্দ্র করে বারইয়ারহাট থেকে রামগড় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

স্থানীয় ব্যবসায়ী মোঃ ইউসুফ ঘটনার বর্ননা দিয়ে বলেন, লাইনের সাথে সড়কের লেভেল সমান না হওয়ায় ভারি গাড়ি গুলো সমস্যায় পড়ে। এই দু র্ঘটনার জন্য রেল কতৃপক্ষ বা ট্রাক চালক কাওকে দায়ী করা যায় না। সাধারন জনগন ধাক্কা দিয়ে লাইনের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এদিকে গেইটম্যান মোঃ সোহেল হাসান বলেন, ট্রেন আসার আগে আমাদেরকে স্টেশন থেকে কল দেয়া হয়। কিন্তু ট্রাকটি লাইনে আটকে থাকায় গেটও নামানো যায় নিই। । আমি ট্রেনকে সবুজ সিগনাল দিয়েছি।

এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এস আই সুজয় জানান, বালুভর্তি ট্রাকটি করেরহাট থেকে এসেছিল। গাড়িটি যখন রেল লাইনের উপর উঠে তখন কাইটিংসিট ভেঙে যায়। ফলে গাড়িটি আর সামনে পিছনে না যেতে পারায় লাইনের মধ্যে আটকে যায়। যার কারণে মালবাহী ট্রেন এসে সংঘর্ষ বাধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *