চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রাঙ্গুনিয়ার পদুয়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৬-১৪ ২৩:৪১:১৪ || আপডেট: ২০১৯-০৬-১৪ ২৩:৪১:১৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের শাক্যমুনি বিহারে উপজেলা ত্রিপিটক শিক্ষা পরিষদের ২৪ তম বার্ষিক সম্মেলন,শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে শুক্রবার (১৪ জুন ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি সুমঙ্গল মহাস্থবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী বড়ুয়া।

প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক শুদ্ধানন্দ থের। বক্তব্য দেন বর্তমান সাধারন সম্পাদক ভিক্ষু কে. শাসনপ্রিয়, পরিষদের হিসাব পরীক্ষক দীপংকর থের, পদুয়া শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটির সভাপতি অসীম কুমার চৌধুরী, সম্পাদক স্মৃতি কুমার চৌধুরী, ভিক্ষুদের মধ্যে সুমন শ্রী থের, ক্ষেমানন্দ থের, জ্ঞানবংশ থের, সত্যানন্দ থের, উত্তমানন্দ থের, মৈত্রীজ্যোতি থের, প্রকৌশলী মিল্টন বড়ুয়া, শিক্ষক ছোটন বড়ুয়া, জয়ন্ত কুমার চৌধুরী, লিটন বড়ুয়া, রতœা মুৎসুদ্দী, প্রদীপ কুমার বড়ুয়া, তরনী সেন বড়ুয়া, সাধন বড়ুয়া, মানিক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩০৮ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ এবং ত্রিপিটক শিক্ষা পরিষদে অবদান রাখায় ৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *