চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

২ লক্ষ টাকার অভাবে পঙ্গুত্বের পথে মিরসরাই দেলোয়ার!

প্রকাশ: ২০১৯-০৬-১৪ ২৩:৪৬:৩৮ || আপডেট: ২০১৯-০৬-১৪ ২৩:৪৬:৩৮

মিরসরাই প্রতিনিধি : বছর খানেক আগে দূর্ঘটনার কবলে পড়ে মাথা, হাত ও পায়ে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছিল সে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে তার চিকিৎসা। এই এক বছরের চিকিৎসায় মাথা ও হাত মোটামুটি সুস্থ হলেও ভালো হয় নি তার ডান পা। ডান পায়ে হাটুর উপরে ভাঙ্গা হাড় জোড়া লাগাতে করতে হয়েছিলো বড় ধরনের অস্ত্রোপচার। তবুও জোড়া লাগে নি হাড়। সুস্থতার আশায় একটি প্রাইভেট হাসপাতালে পুনরায় চিকিৎসা করায়। তাও কোন আশানুরূপ ফল পাওয়া যায় নি। এখন তার চিকিৎসক তাকে পুনরায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আর সেই অস্ত্রোপচারের জন্য তাকে যেতে হবে ঢাকা পঙ্গু হাসপাতাল। জোরারগঞ্জ থানার অন্তর্গত নাহেরপুর গ্রামের বাসিন্দা সে। খুবই সাধারণ পরিবারের সদস্য। ইলেকট্রিকের কাজ করে পরিবার চালাত সে। এই পর্যন্ত ধার কর্য করে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেছে তার পরিবার।

ডাক্তার বলছে বাকি চিকিৎসায় আরো ২ লক্ষ টাকা প্রয়োজন। খুব শীঘ্রই অপারেশন করাতে না পারলে তাকে হয়ত পঙ্গুত্ব বরন করতে হবে। কিন্তু তার পরিবারের কাছে নেই কোন টাকা। কিভাবে করাবে বাকি চিকিৎসা? পা বাঁচানোর তাগিদে একপ্রকার অসহায় হয়ে হাত পাততে বাধ্য হয়েছে সে! অনেক আকুতি মিনতি করে সকলের নিকট সাহায্য প্রার্থনা করছে দেলোয়ার। সম্ভব হলে তার সাথে যোগাযোগ করুন, খোঁজ খবর নিন। তার চিকিৎসার খরচ জোগাড় করতে সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *