চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৬-২১ ১৩:০০:৪৩ || আপডেট: ২০১৯-০৬-২১ ১৪:৪২:৪৩

আলাউদ্দিন:

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২১ জুন (শুক্রবার) সকাল ১১টায় উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী পরিষদ উপজেলার সভাপতি বাবু শিবু রঞ্জন পালের সভাপতিত্বে ও শিক্ষক রিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫- ( সাতকানিয়া- লোহাগাড়া)’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫- ( সাতকানিয়া- লোহাগাড়া)’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর।

বিশেষ অথিতি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, মাষ্টার সুজিত পাল,মাষ্টার প্রদীপ কুমার দাশ, শ্রী রতন দাশ, মাস্টার অসীম দাশ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ও শ্রী শী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা ডা: রিটন দাশ, খোকন নাথ, শ্রীধাম দাশ, সমীর দাশ, মাস্টার রাজিব দাশ, প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন সম্মেলনের আহবায়ক প্রসেনজিৎ পাল।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে মাস্টার রিটন বিশ্বাসকে সভাপতি, মাস্টার রাজিব দাশকে সাধারণ সম্পাদক, খোকন দাশকে সাংগঠনিক সম্পাদক, মাস্টার রুপন নাথকে সাংস্কৃতিক সম্পাদক, সুজন দাশ অর্পাকে শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ও সুব্রত দাশকে প্রকাশনা সম্পাদক করে আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া কমিটি ঘোষানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *