চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মুনিরীয়া তবলিগ নিষিদ্ধের দাবীতে ৩৫ মাদ্রাসার সাত কিলোমিটার মানববন্ধন রাউজানে

প্রকাশ: ২০১৯-০৬-২৪ ২১:৫৪:৫৩ || আপডেট: ২০১৯-০৬-২৪ ২১:৫৪:৫৩

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ

কাগতিয়া দরবারের পীর মুনিরুল্লাহকে গ্রেফতার ও তার পরিচালিত সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটিকে নিষিদ্ধের দাবীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে মানববন্ধন করছেন মাদ্রাসার শিক্ষকদের সংগঠন জমিয়তুল মোদাররেসীনের রাউজান শাখা। ২৪ জুন সোমবার সকাল ১০ টা হতে সংগঠনের আওতাধীন ৩৫ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উপজেলার মুন্সিরঘাটা হতে গহিরা চৌহমুনি পর্যন্ত মুনিরীয়ার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ভূমিদস্যুতার বিরুদ্ধে এই মানব মানব প্রাচীর গড়ে তুলেন। আলেম-ওলামা, শিক্ষার্থী, ইসলামী সংগঠক, গবেষক, রাজনীতিবিদদের উপর হামলা, এতিমের টাকা আত্মসাত, পীর মুনিরুল্লাহকে গ্রেফতার ও মুনিরীয়া যুবতবলীগ কমিটিকে নিষিদ্ধের দাবীতে তারা এই মানববন্ধন রচনা করেন বলে জানান আয়োজকরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের হাতে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবী উল্লেখিত স্মারকলিপি অপর্ন করেন।
মানববন্ধনে জমিয়তুল মোদাররেসীন রাউজান শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা আবু জাফার সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল্লামা ইউনুস রেজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ সাইদুল আলম খাকী, অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আব্দুল মান্নান, অধ্যক্ষ আল্লামা হাছান রেজা, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আব্দুল মান্নান চৌধুরী, সুপার মাওলানা আইয়ুব বদরী, সুপার মাওলানা শওকত হোসেন রেজভীসহ সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ বক্তব্য রাখেন।তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার প্রমুখ। প্রায় ৭ কিলোমিটারের মানববন্ধনে মুনিরুল্লাহ ও মুনিরীয়া বিরোধী নানা দাবী ও প্রতিবাদ সম্বলিত প্লেকার্ড ব্যানার প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *