চট্টগ্রাম, , বুধবার, ৮ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে মাদক দ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ২৩:১৬:০৪ || আপডেট: ২০১৯-০৬-২৬ ২৩:১৬:০৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু : “সুস্বাস্থ্যই সুবিচার,মাদক মুক্তির অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পালিত হলো, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বুধবার ২৬ জুন সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে মাদকবিরোধী র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ববেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদেরর মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনসার্জ (ওসি)আনোয়ার হোসেন, হাজী এমএ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, নাইক্ষংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, আওয়ামিলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান, সেচ্ছাসেবী সেবক লীগ সভাপতি আব্দু সাত্তার, কৃষকলীগ সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *