চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে মিরসরাই পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ২২:৫৪:২৮ || আপডেট: ২০১৯-০৬-২৬ ২২:৫৪:২৮

এম মাঈন উদ্দিন, মিরসরাই : ‘যোগ্যতা থাকলে পুলিশের গর্বিত সদস্য হোন। তদবির করে কিংবা ধান্ধাবাজদের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না। কারণ পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে।’ পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন ও প্রতারণা থেকে বিরত থাকতে মিরসরাই থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলাব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। প্রথমবারের মতো চাকরির জন্য ঘুষ না দিতে সরকারের পক্ষ থেকে মাইকিং করায় অনেকেই বিস্মিত হয়েছেন।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষের লেনদেন কেউ না করেন। এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পুলিশ নিয়োগে লেনদেন বা ঘুষ বাণিজ্য বন্ধ করতে সকাল থেকে বৃহত্তর মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষের লেনদেন কেউ না করেন। পুলিশ সুপারের নির্দেশে সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *