চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ ধ্বংস : ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ২৩:০৮:৩৭ || আপডেট: ২০১৯-০৬-২৬ ২৩:০৮:৩৭

 প্রদীপ শীল, রাউজান: অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে রাউজানে রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও স্যাম্পল ওষুধ ধ্বংস করা হয়েছে। ২৬ জুন বিকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় সাধনা ড্রাগে।

আমানত মেডিকেল হলে নামে একটি দোকানের ফ্রিজে ওষুধের সঙ্গে খাবার পাওয়া যায়। এসব অপরাধে সাধনা ড্রাগকে ৪০ হাজার, আমানত মেডিকেল হলকে ২০ হাজার, জমজম মেডিকেল হলকে ৫ হাজার একই এলাকার একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *