চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় প্রবেশে প্রবাসীদের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞা জারি

প্রকাশ: ২০১৯-০৭-০১ ০০:৩৮:২২ || আপডেট: ২০১৯-০৭-০১ ০০:৩৮:২২

 খলিল চৌধুরী, সৌদিআরব : সৌদি আরবের মক্কা প্রবেশে প্রবাসীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির হজ্ব কর্তৃপক্ষ। ২৮ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে। সুষ্ঠুভাবে হজ্ব পরিচালনার জন্য এই সিদ্বান্ত নেয়া হয়েছে। তবে মক্কায় বসবাসকারীরা যাদের ইকামা মক্কা হতে ইস্যুকৃত, সেখানে কাজের জন্য অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং হজ্বের অনুমতিপ্রাপ্তরা প্রবেশ করতে পারবেন।

এদিকে হজ্ব কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কেউ কাজের জন্য অথবা অন্য কোন কারনে মক্কায় প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে তার অনুমুতিপত্র দেখাতে হবে। তাছাড়া যারা এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছেন, তাদেরকে মক্কায় প্রবেশের অনুমুতিপত্র সাথে রাখতে হবে। অপরদিকে বাস, ট্রাকসহ সকল যানবাহন এই নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *