চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পশ্চিম পটিয়া এ.জে চৌধুরী ডিগ্রী কলেজে’র ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৭-০৪ ২৩:৪১:৪৩ || আপডেট: ২০১৯-০৭-০৪ ২৩:৪১:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টশন ক্লাস ০১ জুলাই সোমবার কলেজ মিলানায়তনে অধ্যক্ষ মো. জসীম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ৭১ এর রনাঙ্গনের লড়াকু সৈনিক বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইউনুছ। অধ্যাপক শামীম আকতার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য যথাক্রমে সৈয়দ জামাল আহমেদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. জাফর ইকবাল, মো. ইলিয়াছ, মো. হারুনুর রশীদ, অধ্যাপক মো. শফিকুর রশীদ, অধ্যাপক সমীর রঞ্জন নাথ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ রায়, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক এইচ এম আবু ওবাইদা, অধ্যাপক জামাল উদ্দীন ও ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ইন্দ্রজিত কর স্বাগত বক্তব্য রাখেন।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জামাল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত ও দেশাত্বাবোধক গান পরিবেশিত হয়। আইসিটি বিভাগের অধ্যাপক আবদুল কাইয়ুম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য, শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন। অবশেষে নবাগত শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *