চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

প্রয়াত শিক্ষক তরণীসেন বড়ুয়া মানুষ গড়ার কারিগর ছিলেন : পটিয়ায় স্মরণ সভায় -প্রফেসর আবু জাফর

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ০০:১৫:৪২ || আপডেট: ২০১৯-০৭-০৭ ০০:১৫:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় প্রয়াত শিক্ষক তরণীসেন বড়ুয়ার স্মরণ সভা গতকাল শনিবার স্মরণ সভা উদযাপন পরিষদের আহবায়ক ভগিরথ দাশের সভাপতিত্বে ও সচিব আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পটিয়া ক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর অধ্যক্ষ আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের, অধ্যাপক অজিত মিত্র, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক মিজান, পটিয়া থিয়েটারের সভাপতি সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সনাকের সাবেক সভাপতি এ. কবিশেখর নাথ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিদ্দিকী, বাসাস সভাপতি নুরুল ইসলাম, শিবু কান্তি দাশ, শ্যামল দে, উৎফল বড়ুয়া, আবদুল্লাহ ফারুক রবি প্রমুখ।

এতে প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী বলেন, বর্তমানে ভোগবাদী সমাজব্যবস্থায় তরণীসেন বড়ুয়া একজন ত্যাগের মানসিকতায় ভাস্বর মানুষ গড়ার কারিগর ছিলেন। তিনি কোনো কিছু পাওয়ার জন্য নয়, আদর্শিক সমাজ বিনির্মাণের জন্য দেশপ্রেমিক সুনাগরিক তৈরি করার জন্য সুশিক্ষা নিশ্চিত করার কাজ করে গেছেন। তিনি যতদিন এ পৃথিবী থাকবে ততদিন তার এ আদর্শ শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *