চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

গাছবাড়িয়া স্কুলে শিক্ষিকা লক্ষ্মী রাণী’র বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০৭-১০ ০১:২২:৩১ || আপডেট: ২০১৯-০৭-১০ ০১:২২:৩১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

চন্দনাইশ উপজেলা ও পৌরসভাস্থ গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা লক্ষ্মী রাণী ভট্টাচার্য্যরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত রবিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে (সংবর্ধনা সভায়) সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, স্বাগত বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক মো. আবদুল মতিন, আলোচক ছিলেন সি. সহকারী শাহজাহান আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মিতা বড়ুয়া, আবদুল আজিজ, আবদুল্লাহ আল হারুন, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, রঞ্জিত কুমার দে, বিজন চক্রবর্ত্তী, জনি ভট্টাচার্য্য কামরুল ইসলাম, মাওলানা মো. হোসেন শাহীন ও সুবাচ সংগঠক মো. নুরুল আলম।

সংবর্ধিত শিক্ষিকা লক্ষ্মী রাণী ভট্টাচার্য্য বলেন, শিক্ষা মানুষকে মহৎ ও জাতিকে উন্নত করে। শিককতা মহান ও পবিত্র পেশা। শিক্ষকতা বা কর্মজীবনে মনে হতো, বিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো আমার অঙ্গ। প্রতিজন ছাত্র-ছাত্রী আমার সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *