চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আইন কলেজ কর্তৃক রাহাত আলী স্কুলের পাঠাগারে বই প্রদান

প্রকাশ: ২০১৯-০৭-১০ ০১:২৮:০৬ || আপডেট: ২০১৯-০৭-১০ ০১:২৮:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

ঐতিহ্যবাহী পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পাঠাগারে শিক্ষার্থী দের মাঝে পাঠভাস গড়ে তুলতে চট্টগ্রাম দক্ষিণ জেলার একমাত্র আইন শিক্ষা প্রতিষ্ঠান ‘পটিয়া আইন কলেজ’ পরিচালনা পরিষদ বেশ কিছু সৃজনশীল বই অনুদান হিসেবে প্রদান করেছে। গত ৬ জুলাই শনিবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন’র হাতে বই গুলো হস্তান্তর করা হয়। এ সময় রাহাত আলী স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও কাউন্সিলার এম খোরশেদ গনি,সহকারি প্রধান শিক্ষক শফ্উিল আলম ও শিক্ষিকা দিলওয়ারা বেগম এবং আইন কলেজের সম্মানিত পরিচালক ডা. দিলীপ ভট্টচায্য, আইন কলেজের প্রধান উদ্যোত্তা শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এড.খুরশীদ আলমও পরিচালক রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, আইন কলেজের অনুদানের এই বই গুলো স্কুলের কোমলমতি ছাত্রদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আইন কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানান বই অনুদান দেয়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *