চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ধর্মীয় জ্ঞানের অনুশীলনের মাধ্যমে সুন্দর জাতি গঠন সম্ভব -ইউএনও হাবিবুল হাসান

প্রকাশ: ২০১৯-০৭-১১ ০১:১৩:৫২ || আপডেট: ২০১৯-০৭-১১ ০১:১৩:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) এর নব গঠিত পটিয়া উপজেলা সংসদের নেতৃবৃন্দউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বাগিশীকের পটিয়া উপজেলার সভাপতি পুলক চৌধুরী, উপদেষ্টা মুকুল দাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ ধর বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার রাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সঞ্জয় দে, অর্থ সম্পাদক চন্দন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রুপন মিত্র, পটিয়া পৌরসভার সভাপতি প্রবীর মিত্র, সাধারণ সম্পাদক সঞ্জয় রক্ষিত, সহ সভাপতি বাবলু সেন, মিল্টন মিত্র ও টিসু সুত্র ধর প্রমুখ। ইউএনও মো. হাবিবুল হাসান ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে পটিয়ায় বাগীশিক’র কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *